প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ রবিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি ষোড়শ বেনেডিক্টের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
গতকাল শনিবার ভ্যাটিকান সিটির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মগুরু। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।
২০১৩ সাল পর্যন্ত ৮ বছর ক্যাথলিক গির্জার নেতৃত্বে থাকা বেনেডিক্ট ১৪১৫ সালে ত্রয়োদশ গ্রেগরির পর প্রথম ব্যক্তি, যিনি মৃত্যুর আগেই পোপের দায়িত্ব ছেড়েছিলেন। এ হিসেবে গত ৬০০ বছরের মধ্যে তিনিই প্রথম পোপ, যিনি আজীবন পদে অধিষ্ঠিত হওয়ার পরিবর্তে পদত্যাগ করেছিলেন।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com