গদখালীর ১০ মহিলা ফুলচাষীর ভারত গমন
প্রকাশ: ১২:৩৩ am ১০-০৯-২০১৫ হালনাগাদ: ১২:৩৩ am ১০-০৯-২০১৫
যশোর প্রতিনিধি : ফুলের রাজধানী নামে পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ১০জন মহিলা ফুলচাষী ১৫ দিনের জন্য উচ্চতর প্রশিক্ষণে ভারত সফরে গেছেন।
ইউএসএইড এগ্রিকালচার ভ্যালুচেইঞ্জ প্রকল্পের (ননফুড) সহযোগিতায় ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির ব্যবস্থপনায় আধুনিক ও উন্নত পদ্ধতিতে নতুন জাতের ফুল উৎপাদন ও সংগ্রহোত্তর ব্যবস্থপনার উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য এ মহিলারা ৯ সেপ্টেম্বর ভারতের উদেশে রওনা হন।
তারা হায়দারাবাদ, বাঙ্গালুর ও পুনে রাজ্যের ফুল চাষের উপর নানা প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণকারীদের নেতৃত্ব দিচ্ছেন ইউএসএইড এগ্রিকালচার ভ্যালুচেইঞ্জ প্রকল্পের (ননফুড) এর টিম লিডার কৃষিবীদ সিরাজুল ইসলাম ও নাসরিন নাহার আশা। সফরকারীরা আগামী ২২ সেপ্টেম্বর তারা দেশে ফিরবেন।
এইবেলা ডটকম/পিকেদাস/এইচ আর