গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ঢাকা বাইপাস সড়কে বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩০) ও মাদারীপুরের শিবচর উপজেলার নারিকেলবাড়ী এলাকার রহমত আলী মোড়লের ছেলে রতন মোড়ল (৪৭)। রতন মোড়ল গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার নিটল মটরস লিমিটেডের ফোরম্যান হিসেবে চাকরি করতেন।
আহত আক্তার ও জাহাঙ্গীরকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার এসআই বিনয় কুমার সরকার জানান, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে লেগুনা কোনাবাড়ী যাচ্ছিল। পথে পেয়ারাবাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনার পাঁচ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|