শনিবার, ০২ নভেম্বর ২০২৪
শনিবার, ১৮ই কার্তিক ১৪৩১
সর্বশেষ
 
 
গাড়ি ভাঙচুরের মামলায় রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ
প্রকাশ: ০৬:১২ pm ০৫-১২-২০২২ হালনাগাদ: ০৬:১২ pm ০৫-১২-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


১০ বছর আগে আন্দোলনের সময় ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এই মামলায় রিজভী জামিনে ছিলেন। কিন্তু নির্ধারিত তারিখে তিনি হাজিরা না দেয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ পরোয়ানা জারি করেছেন।

সোমবার(৫ ডিসেম্বর) আদালতের পেশকার আতিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ১ ডিসেম্বর মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখ ছিল। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন হাজিরা দেন। কিন্তু রিজাভীসহ আরো তিনজন হাজিরা দেননি। এরপর বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৯ মার্চ দিন ঠিক করেছেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের ইস্কাটন হয়ে মাতুয়াইলের দিকে যাচ্ছিল। পথে কাকরাইলের বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০-২৫০ জন লাঠি-সোটা নিয়ে গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় গাড়ির চালক আয়নাল পল্টন থানায় মামলা করেন।

দশম সংসদ নির্বাচনের আগে সে সময় নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করছিল। সহিংসতার ঘটনায় বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে তখন মামলা হয়।

২০১৭ সালে এ মামলায় ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদও এই মামলার আসামি। সাবেক ছাত্রদল নেতা শফিকুল বারী বাবুকেও আসামি করা হয়েছিল মামলাটিতে। তবে তিনি মারা যাওয়ায় আসামির তালিকা থেকে নাম বাদ পড়বে।

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71