গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ীতে পিকআপ ভ্যান উল্টে দীলিপ সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত ও আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দীলিপ সদর উপজেলার সাতপাড়ার বাসিন্দা।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ফরিদুল ইসলাম জানান, সকালে সাতপাড়া থেকে কয়েকজন শ্রমিক পিকআপ ভ্যানে করে টেকেরহাট এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। পথে ভেন্নাবাড়ীতে পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দীলিপ নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও আট শ্রমিক। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এইবেলাডটকম /আরডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|