গোপালগঞ্জ : গোপালগঞ্জে বার্ষিক সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার তিনটি ইভেন্টে ১০ জন মেয়ে এবং ৩০ জন ছেলে অংশ নেয়। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের মধ্যে ১২শ’ মিটার স্প্রিন্টে (মেয়ে) প্রথম হন সামান্তা খানম এবং ৩ হাজার মিটার স্প্রিন্টে (ছেলে) প্রথম হয়েছেন জোবায়ের রহমান ও ২ হাজার মিটার স্প্রিন্টে (ছেলে) প্রথম হয়েছেন মাহবুব হোসেন।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ।
এইবেলাডটকম /আরডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|