কলকাতা:: ছ’বার বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন। কিন্তু এ বারও গ্র্যামির মঞ্চে শিকে ছিড়ল না সেতার বাদক অনুষ্কা শঙ্করের। ভারতীয় হিসেবে বিশ্বসেরা সঙ্গীতের মঞ্চে একমাত্র গ্র্যামিটি পেলেন তবলাবাদক সন্দীপ দাস। চিনা-আমেরিকান বেহালাবাদক ইয়ো-ইয়ো মা’র ‘সিং মি হোম’ অ্যালবামে যৌথ ভাবে কাজ করে এই পুরস্কার পেলেন সন্দীপ।
ওয়ার্ল্ড মিউজিক ক্যাটগরিতে এল এই পুরস্কার। এই একই ক্যাটাগোরিতে মনোনীত হয়েছিল অনুষ্কা শঙ্করের ‘ল্যান্ড অফ গোল্ড’ও। কিন্তু বিচারকদের মন জয় করে সেরার তকমা ছিনিয়ে নেয় ‘সিং মি হোম’ই। ঘরে ফেরার বিভিন্ন রূপ সঙ্গীতের মাধ্যমে এই অ্যালবামে তুলে ধরা হয়েছে। যেখানে সন্দীপ ছাড়াও আছে সারা বিশ্বের বহু জাঁদরেল সঙ্গীতশিল্পীদের সুর।
পুরস্কার পেয়ে খুশি সন্দীপ বলেন, ‘এমন ঘটনা ঘটলে তা আমাদের ভীষণভাবে প্রভাবিত করে। কারণ প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে এসে মিলিত হয়েছে। এ ভাবেই আমরা সঙ্গীত তৈরি করতে থাকব আর ভালবাসা ছড়িয়ে দিতে থাকব।’
এইবেলাডটকম/প্রচ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|