বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খিলপাড়া গ্রামে মীম (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও আত্মীয়রা জানায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খিলপাড়া গ্রামের জুলহাসের ছেলে রিপন খানের সাথে তিনমাস আগে বীর ঘাটাইল গ্রামের আরফান আলীর মেয়ে মীম (১৯) এর বিয়ে হয়। মঙ্গলবার তার স্বামী ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে স্বামী রিপন খান কর্মস্থলে চলে যাওয়ার পর দরজা বন্ধ দেখে উকিল মা লিপি(৪০) ডাকাডাকি করে। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে মীমকে ঘরের আরার সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে।
এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানায়, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ফাসিতে মারা গেছে। তবে পোষ্ট মর্টেমের পরে জানা যাবে মৃত্যুর আসল ঘটনা ।
ইউ/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|