রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
রবিবার, ১৩ই মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
চট্টগ্রামের মীরসরাইয়ে বাস উল্টে নিহত ২
প্রকাশ: ০৫:১৫ pm ০৪-০৫-২০২২ হালনাগাদ: ০৫:১৫ pm ০৪-০৫-২০২২
 
চট্টগ্রাম প্রতিনিধি
 
 
 
 


চট্টগ্রামের মীরসরাই উপজেলার কমলদহ এলাকায় বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে কমলদহ এলাকায় চিটাগাং শিপিং লিমিটেড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় বলে হাইওয়ে পুলিশ জানায়।

এ ঘটনায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার হুমায়ুন কবীরের ছেলে মো. ফয়সাল এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকার স্বপন আচার্য্যর ছেলে শান্ত আচার্য্য নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের কুমিরা থানার এএসআই জাকির হোসেন জানান, বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। ঢাকামুখী লেন ধরে বেপরোয়া গতিয়ে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতর আহত এবং দুজন নিহত হন। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় স্বাধীন বাংলা পরিবহণের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71