চট্টগ্রামে চুলার আগুনে দগ্ধ ৪
প্রকাশ: ০৬:৪২ pm ২৫-০৬-২০১৫ হালনাগাদ: ০৬:৪২ pm ২৫-০৬-২০১৫
চট্টগ্রাম: জেলার ইপিজেড এলাকায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে চার জন দগ্ধ হয়েছেন।
ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার সেহরির সময় বন্দরটিলার রুবেল ম্যানসন কলোনির টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বান্দরবানের লামা থানার মোছাম্মৎ সালমা (২১) ও তার বোন কোহিনুর আক্তার (২০) এবং কক্সবাজারের চকরিয়ার নার্গিস আক্তার (২০) ও তার ছোট ভাই মো. নয়ন (১৭)। পেশায় তারা সবাই পোশাক শ্রমিক ।ওই চার জনই একই পোশাক কারখানায় কাজ করেন। কলোনির ওই টিনশেড ঘরে ভাড়ায় থাকেন তারা।
ইপিজেড থানার এসআই মো. সায়েম জানান, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই গ্যাস সংকট শুরু হয়। সম্ভবত কেউ গ্যাসের চুলা চালু রেখেছিল। সেহরির জন্য রান্নার প্রস্তুতি নেওয়ার সময় দেয়াশলাইর কাঠি জ্বালানো মাত্রই আগুন ধরে যায়।
তিনি আরও জানান, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নার্গিস ও নয়নের অবস্থা গুরুতর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, চার জনকে রাত সাড়ে ৩টার দিকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এইবেলা ডট কম/এমকে