কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, তুবা পরিবহন বাসের চালক মোস্তফা (৫৫) এবং দুই যাত্রী রিফাত (৩২) ও জোবায়ের (২৪)।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বাসটিতে তল্লাশি চালায় র্যাব।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, আটক তিনজন একই ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বাসে তল্লাশি করে ইয়াবা পাওয়ার পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বাসের সুপারভাইজার তাদের অন্য বাসে তুলে দেন। বাসটি জব্দ করা হয়েছে।
এসকে
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|