চাঁপাইনবাবগঞ্জের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও ৪টি খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলো জেলার সদর উপজেলার উপরাজরামপুর গ্রামের কোরবান আলীর ছেলে ইয়াছিন আলী(২০) ও ইউসুফনগর (পুলপাড়া) গ্রামের দেলখোশ আলীর ছেলে আব্দুর রহমান(১৯)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃতে হরিপুর এলাকার সামাদ এন্ড সন্স পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৪রাউন্ড গুলি, ৪টি খেলনা পিস্তল ও ২টি মোবাইল ফোনসহ অস্ত্র ব্যবসায়ী ইয়াছিন আলী(২০) ও আব্দুর রহমান(১৯)-কে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ই/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|