চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইকবাল হোছাইন অভিযান শেষে জানান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম’র নির্দেশে আলি নগরের কুখ্যাত মাদক ব্যবসায়ীদের ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত আসামীরা হচ্ছে আলীনগর রেলবস্তির মনিরুলের ছেলে মানিক, আলীনগরের গোলাম মোস্তফার ছেলে আসগার ও মৃত আনোয়ায়ের ছেলে ইসমাইলক।
তিনি আরো জানান, মানিকের শোবার ঘরে বিছানার নিচে ৩টি প্যাকেট জব্দ করা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইএ/বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|