স্পোর্টস ডেস্ক: লিভারপুলের বিপক্ষে জয় থেকে বঞ্ছিত হয়ে হাসতে পারেনি হোসে মরিনহোর দল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বুল্জরা।
লিভারপুলের নিজ মাঠে খেলা শুরুর ৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে জালে বল জড়িয়েছিলেন চেলসি অধিনায়ক জন টেরি।
এই গোলের সুবাদে শুরু থেকে স্বাগতিকদের ওপর আধিপত্য বিস্তার করেই খেলেছে চেলসি।
তাই বলে জয় নিশ্চিত করতে পারেনি ‘স্পেশ্যাল ওয়ান’খ্যাত মরিনহোর দল। বিরতিতে যাওয়ার ১ মিনিট আগে লিভারপুলকে সমতায় ফিরিয়েছেন স্টিভেন জেরার্ড।
বিশ্রামের পর বিচ্ছিন্ন দু’একটি আক্রমণ হলেও ব্যবধানে হেরফের হয়নি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে। এই ড্রয়ে চেলসির পয়েন্টে ভাগ বসিয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন জেরার্ড।সর্বশেষ চেলসির মাঠে খেলতে গিয়ে ব্লুজ সমর্থকদের কাছে থেকে ভাল আচরণ পাননি জেরার্ড।
প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে তার যথাযথ জবাব দিয়েছেন তিনি।
পয়েন্ট খোয়ালেও সমস্যা হয়নি চ্যাম্পিয়ন চেলসির।৮৪ পয়েন্ট নিয়ে সবার আগে রয়েছে তারা। আর পঞ্চম অবস্থানে আছে লিভারপুল(৬২পয়েন্ট)।
এদিকে ইতালির সিরি ‘এ’তে ইন্টার মিলান ২-১ গোলে লাজিওকে, ফিওরেন্টিনা ৩-২ গোলে এম্পোলিকে এবং আটলান্টা একই ব্যবধানে পরাজিত করেছে পার্লেমোকে।
সুত্র:গোল ডটকম
এইবেলা.কম/এটি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|