আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন জনসন। তবে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া লিগে। পাকিস্তান সুপার লিগে না খেলে প্রস্তুতি নিচ্ছিলেন আইপিএলের জন্য। এই অনুশীলন চলাকালেই মাথায় গুরুতর আঘাত পেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
মাথায় আঘাত পেয়ে ইনজুরির শিকার হওয়ার কথা জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে জনসন উল্লেখ করেন, রক্ত এবং কাঁটাছেঁড়া ভালো না লাগলে ছবিগুলো দেখবেন না! পরক্ষণেই সবাইকে স্বস্তি এনে দিয়ে জনসনের দাবি, আমি সুস্থ আছি।
এদিকে আঘাতটি গুরুতর ছিল জনসনের। দ্রুত শল্যবিদের ছুঁড়ির নিচে চলে যাওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি। তবে মাথায় ১৬টি সেলাই পড়ে।
অস্ত্রোপচারের ভালোই আছেন এই ফাস্ট বোলার। থাম্বস আপ চিহ্ন দেখিয়ে নিজেই পোস্ট করেছেন নিজের ছবি। চলতি মৌসুমে আইপিএলে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|