গর্ভবতী অবস্থায় মায়ের আলট্রাসোনাগ্রাফি মাস্ট৷ বেবি কেমন আছে৷ সেটি দেখার জন্যই এই পরীক্ষাটি করা হয়৷ কিন্তু বার্কশায়ারের একটি আজব ঘটনায় তাজ্জব দুনিয়া৷
লুসি বিয়ারলি এবং স্টুয়ার্ট ব্যারেট জানিয়েছেন, ২৮ সপ্তাহ ধরে গর্ভবতী রয়েছেন লুসি৷ প্রতি পনেরো দিন অন্তরই ডাক্তারের কাছে গিয়ে আলট্রাসোনাগ্রাফি করাতেন তারা৷ এক্সপেকটেড ডেট ৫ মার্চ৷ প্রতিবার আলট্রাসোনোগ্রাফি হলেও কোনও তফাৎ হয়না৷ কিন্তু এবারের আলট্রাসোনাগ্রাফির পরই তাজ্জব হয়ে যান দম্পতি৷ মায়ের গর্ভ থেকেই দম্পতিকে রীতিমত হাই হ্যালো করল শিশুটি৷ তাও আবার হাত নেড়ে৷
শিশুটির এমন অঙ্গভঙ্গির পরই চোখে জল চলে আসে লুসির৷ তাঁর স্বামীও খুব উচ্ছ্বসিত৷
এই ঘটনায় ওই ডাক্তার বলেন, এই ধরণের আজব ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি৷ এই ঘটনাটি খুবই অস্বাভাবিক৷
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|