জামালপুরের মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুলতানা পারভিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুলতানা পারভিন গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তার পিতার নাম আলাউদ্দিন আজাদ। মাতার নাম রহিমা আজাদ। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের ২৮/এ নং বাসা, রোড নং-৩, মোহাম্মদী আবাসিক এলাকায় থাকতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, তার শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com