উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।
গত ২৪ঘণ্টায় যমুনা নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকালে বিপদসীমার ৬০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জামালপুর সদর,ইসলামপুর,মেলান্দহ,মাদারগঞ্জ,দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনা ছাড়াও ব্রক্ষ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানিও বাড়তে শুরু করেছে। ফলে বন্যার পানিতে জেলার প্রায় ২৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
দূর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার ও গো খাদ্যের অভাব দেখা দিয়েছে। অপরদিকে পানি উঠে পড়ায় জেলার ১০৩ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। দূর্গত এলাকায় ৭৯টি মেডিক্যাল টিম কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত ৮০ মেট্রিকটন চাল ও নগদ ৮০ হাজার টাকা বিতরন করা হয়েছে। দূর্গত এলাকায় যে ত্রান বিতরন করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এইবেলাডটকম/গোপাল/এসএম/সুমন
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|