আতঙ্কে থাকার কারণে রবিবার সকালে তুরাগ থানায় যান চিত্রনায়ক ওমর সানী। সেখানে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২২৯। এরপর জানালেন, কে বা কারা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করেছে। এরপর থেকে তিনি আতঙ্কে আছেন। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।
ওমর সানী বলেন, রবিবার ভোর সোয়া ৪টার পর থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হ্যাক করে এই আইডি এখন অন্য কেউ ব্যবহার করছে। এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে এর জন্য আমি দায়ী থাকবো না।
তিনি বলেন, ‘যারা এসব কাজ করেছে তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই। কারণ মানুষের পেছনে লেগে থাকা ভালো মানুষের লক্ষণ নয়।’
অভিনেতা ওমর সানী এখন ‘আমি নেতা হবো’ নামের নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় ওমর সানী জুটি হয়ে অভিনয় করছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে। এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন শাকিব খান ও মীম।
বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|