মাসছয়েক পেরিয়ে গেলেও সকলের মধ্যে এখনও করোনা নিয়ে সতর্কতা তুঙ্গে। কারণ অল্পবিস্তর ভুল সমস্যা ফেলতে পারে আপনার এবং পরিবারের বাকি সদস্যকে। তাই এই অবস্থা ছোট ছোট জিনিসপত্রও প্রতিদিন নির্ভুলভাবে করতে হবে। হাত, মুখ ধোয়া, স্যানিটাইজ করা এইসব তো নিত্যদিনই করে যাচ্ছেন। কিন্তু কখনও পায়ের দিকে তাকিয়েছেন? হ্যাঁ, বাইরের জুতা পরে ঘরে ঢুকলে করোনা তো এন্ট্রি নেবেই, তাই মেনে চলুন কয়েকটি বিশেষ সতর্কতা।
১. প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাইরে থেকে পরে আসা জুতা একেবারেই বাড়ির মধ্যে ঢোকানো যাবে না। পারলে জুতোর জায়গা আপতত বাইরে রাখার ব্যবস্থা করুন।
২. যদি একান্তই ঘরের ভেতরে রাখতে হয়, তাহলে জুতা বাইরে কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করুন। তারপর ঘরে জুতো রাখুন। মাথায় রাখবেন ভেজা অবস্থায় কখনই জীবাণুনাশক স্প্রে দেবেন না।
৩. জুতা এই সময় খালি হাতে একদমই খুলবেন না। গ্লাভস পরা অবস্থায় জুতো স্পর্শ করুন। তারপর সেই গ্লাভসটি ধুঁয়ে নিন বা স্যানিটাইজ করুন।
৪. বাইরে পরে বেরোনো জুতা সেটা যদি চামড়ার না হয়, তাহলে বাড়ি ফিরে সাবান ও জল দিয়ে ভাল করে ধুয়ে নিতে পারেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com