জুরাসিক যুগ হল একটি ভূতাত্ত্বিক যুগ। ট্রায়াসিক যুগের শেষ থেকে ক্রিটেশিয়াস যুগের মধ্যবর্তী সময়সীমাকেই জুরাসিক যুগ বলে অভিহিত করা হয়।এই যুগ পৃথিবীতে ডাইনোসর তথা প্রাগৈতিহাসিক সরীসৃপদের এক আধিপত্যের যুগ হিসেবে বিশেষভাবে পরিচিত।
দানবটি দৈর্ঘ্যে ১৫ মিটার লম্বা৷ বিজ্ঞানীদের বর্ণনানুযায়ী উদ্ধার হওয়া ফসিলসটি আর্মেনিয়রাসের দেহের ৪০ শতাংশ৷ অর্থাৎ বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি৷ সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেঞ্জামিন কের জানিয়েছেন, সম্ভবত জুরাসিক যুগ বা তারও আগের প্রাণী এটি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
পিএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|