কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সেনাপতি হিসেবে ছিলেন-
পিতামহ ভীষ্ম- ১ম ১০ দিন। আচার্য দ্রোণ- ১১ তম দিন থেকে ১৫ তম দিন পর্যন্ত। কর্ণ- ১৬ তম দিন থেকে ১৭ তম দিন পর্যন্ত। শল্য- ১৮ তম দিনের পূর্বাহ্ন পর্যন্ত। অশ্বত্থামা- ১৮ তম দিনের অপরাহ্ন। কৌরবদের সৈন্য সংখ্যা ছিল ১১ অক্ষৌহিনী
অন্য দিকে পাণ্ডব ও তাঁদের সাত অক্ষৌহিনী সৈন্যের জন্যে সাতজন বীর সেনাপতি ছিলেন । তাঁরা যথাক্রমে –
১. ধৃষ্টদ্যুম্ন
২. দ্রুপদ
৩. বিরাট
৪. সাত্যকি
৫. ধৃষ্টকেতু
৬. শিখণ্ডী
৭. সহদেব (মগধ রাজ)
এই সাত জনের মধ্যে ধৃষ্টদ্যুম্ন ছিলেন সর্ব সেনাপতি। সকল সেনাপতিদের সেনাপতি ছিলেন মহাবীর অর্জুন আর শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি।
এই মহা রণের শেষে, যুদ্ধে অংশগ্রহনকারী উভয় পক্ষের মধ্যে মাত্র ১০ জন জীবিত ছিলেন, তার মধ্যে পাণ্ডব পক্ষে সাত জন–
পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ ও সাত্যকি।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|