তুলসী, যেমন পবিত্র তেমনই উপকারী৷ এমনই মনে করেন লক্ষ লক্ষ মানুষ৷ তাইতো অনেকের বাড়িতেই স্থান পেয়েছে এই তুলসী গাছ৷ এর সাহায্যে বাস্তুদোষ কেটে যায়৷ বিষ্ণুপুরাণেও তুলসীর মাহাত্ম্য ব্যাখ্যা করা আছে৷ কিন্তু আপনি কি জানেন তুলসীর পুজাতে কি কি নিয়ম পালন করতে হয়? শুধু তাই নয়, রবিবার কেন তুলসীর পাতা ছেঁড়া হয় না তার কারও কি জানেন?
বিষ্ণুপুরাণ অনুযায়ী, একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা সন্ধ্যাবেলায় তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়৷
মনে করা হয়, তুলসী মা একাদশীর ব্রত করেন, তাই পাতা ছিঁড়ে তাকে বিরক্ত করা উচিত নয়৷ শুধু তাই নয়, এর অন্যথা করলে দুঃখদুর্দশা দারিদ্রের করাল ছায়া জীবনে নেমে আসতে পারে৷ এভাবেই রবিবারও তুলসীর পাতা ছিঁড়তে নিষেধ করা হয়৷ রবিবার বিষ্ণুর প্রিয় বার৷ তাই এদিন লক্ষ্মীরুপী তুলসীকে ছেঁড়া মানে মা লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়৷ অনেক স্থানে মঙ্গলবারও তুলসী পাতা ছেঁড়া হয় না৷
শুধু তাই নয়, স্নান না করে এই গাছে হাত দেওয়া বা তার পাতা নেওয়া উচিত নয়৷ কারণ এমন পাতা অশুদ্ধ হয়োয় বলে অনেকের মত৷ ১১দিন পর্যন্ত তুলসী পাতাকে বাসি মনে করা হয় না৷ এতে জল ছিটিয়ে পুনরায় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে৷
প্রসঙ্গত, দেবতাদের মধ্যে শিব-গণেশ-ভৈরবের পুজাতে তুলসী পাতা দেওয়া হয় না৷
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|