জয়পুরহাট শহরে রিকশাচালক সন্টু দাসকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শহরের পাঁচবিবি সড়কের কালী মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক সুইপারকে আটক করেছে পুলিশ।
নিহত সন্টু দাস শহরের সোনার পট্টির কুণ্ডুপাড়া মহল্লার রঘুনাথ দাসের ছেলে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, মঙ্গলবার মধ্যরাতের দিকে সন্টু রেলবস্তির সুইপার পট্টির দিক থেকে হেঁটে কালীমন্দিরের পাশ দিয়ে কুণ্ডুপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে ফাঁকা সড়কে দুবৃর্ত্তরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সন্টু দাসকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকালে রেলবস্তির সুইপার পট্টি থেকে জয় নামে এক সুইপারকে আটক করা হয়েছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|