ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় একটি ধানক্ষেত থেকে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার চারাতলা বাজারের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা মণ্ডল (৪২) ওই উপজেলার সিংগা গ্রামের তাজুল মণ্ডলের ছেলে। গ্রামে একটি চায়ের দোকান চালান তিনি।
স্হানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ফুপাতো ভাই উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের জয়নালের ছেলে তমছেরের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। ফুপাতো ভাইয়ের বাড়ি গ্রামের প্রতিবেশী মকুল নামে এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে তিনি চারাতলা বাজারে আসেন। এর পর বাড়ি ফিরে যায়নি বাদশা।
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথাও হত্যার লাশ ধানক্ষেতে ফেলে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|