ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় বার্সেলোনার। অন্য গ্রুপে লিভারপুল ৪-০’তে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে জয়ে ফিরলেও পিএসজি শেষ মুহূর্তের গোলে হার এড়ায় নাপোলির কাছে। ২-২’এ ড্র হয় ম্যাচটি। হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া মেসিকে ছাড়াই বার্সা কাল ঘরের মাঠে খেলতে নামে ইন্টারের বিপক্ষে।
কিন্তু, ম্যাচে মেসির অভাবটা বুঝতে দেয়নি তার সতীর্থরা। যদিও প্রতিপক্ষের গোলবারে ২১ বার শট নিয়ে তার ১১টি লক্ষ্যে রেখে দু’বার জালে বল পাঠাতে সমর্থ হয় কাতালানরা। গোলদাতা ৩২ মিনিটে রাফিনিয়া ও ৮৩ মিনিটে জর্দি আলবা। তিন খেলায় পূর্ন ৯ পয়েন্ট নিয়ে ইন্টারকে তিন পয়েন্ট পেছনে রেখে ‘বি’ গ্রুপের শীর্ষে বার্সা।
‘সি’ গ্রুপে লিভারপুলও দাপুটে জয়ে ফিরেছে শীর্ষে।
সালাহ’র জোড়া গোল আর ফিরমিনো ও সাদিও মানের লক্ষ্যভেদে ঘরের মাঠে রেড স্টারকে ৪-০’তে উড়িয়ে দেয় ইংলিশ জায়ান্টরা। তিন খেলায় ৬ পয়েন্ট নিয়ে নাপোলিকে এক ও পিএসজিকে দুই পয়েন্ট দূরে রেখেছে লিভারপুল। নেইমার-এমবাপে-কাভানিতে সাজানো পিএসজি ঘরের মাঠে নাপোলির কাছে ২-১’এ পিছিয়ে পড়ে ইনজুরি টাইমে ডি মারিয়ার গোলে হার এড়ায়।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|