টেলিযোগাযোগ অধিদপ্তরের আত্মপ্রকাশ
প্রকাশ: ১০:৪০ pm ২৬-০৬-২০১৫ হালনাগাদ: ১০:৪০ pm ২৬-০৬-২০১৫
ঢাকাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে টেলিযোগাযোগ অধিদপ্তরের আত্মপ্রকাশ ঘটেছে ।
টেলিযোগাযোগ অধিদপ্তরের ইন্টারনেট সূত্রে জানানো হয়েছে যে, কেবিনেট সচিব কমিটি, জনপ্রশাসন, অর্থ ও আইন মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ২৩৮টি স্থায়ী পদ নিয়োগের মাধ্যমে এই অধিদপ্তরের আজ হতে যাত্রা শুরু করেছে।
উল্লেখ্য যে, তৎকালীন বিটিটিবির ৭,৫৩৬টি পদ পর্যায়ক্রমে বিলোপযোগ্য পদ একইসাথে বিটিটিবির অবশিষ্ট ১১,২৫৫টি পদে কোন জনবল না থাকায় তা তাৎক্ষনিকভাবে বিলোপ করা হয়েছে।
সুত্রঃ http://www.ptd.gov.bd
এইবেলা ডটকম/এন এইচ