গতবার দাম ভালো পাওয়ায় ঠাকুরগাঁও জোনে এবার তুলার আবাদ বৃদ্ধি পেয়েছে। তবে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষক।
চলতি মৌসুমে ঠাকুরগাঁও,পঞ্চগড় ও দিনাজপুর জেলার ২৩ টি উপজেলার দুই হাজার কৃষক ১ হাজার হেক্টর জমিতে তুলার চাষ করেছে।
আগস্টের বন্যায় তিন জেলায় সাড়ে ৪শ বিঘা জমির তুলাক্ষেত পানিতে নিমজ্জিত হওয়ায় ক্ষেতগুলো বিনষ্ট হয়েছে। মরাক্ষেত বাঁচাতে কৃষকরা নিবিড় পরিচর্যা করছে। কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্থাণীয় তুলা উন্নয়ন বোর্ড।
তুলা উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জোনের কর্মকর্তা ফজলে রাব্বী জানান, চাষীদের তুলা চাষে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে সার বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এস/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|