শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার, ৬ই আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
ডেঙ্গু প্রকোপ বেড়েই চলেছে হাসপাতাল গুলো ডেঙ্গু ওয়ার্ড চালু রেখেছে
প্রকাশ: ১০:০৪ pm ২৬-০৮-২০২২ হালনাগাদ: ১০:০৪ pm ২৬-০৮-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তারা ভর্তি হন। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে ৬৭ জনই ঢাকার বাসিন্দা। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৫৪১ জন। এরমধ্যে ৪৪১ জন ঢাকার এবং বাকি ১০০ জন দেশের বিভিন্ন অঞ্চলের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ১৮১ জন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ২৯০ জন এবং ঢাকার বাইরে ৮৯৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

এমতবস্থায় সকলকে নিরাপদে থাকার আহবান করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা । 

কেএম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71