ঢাকার শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার
প্রকাশ: ০৭:০৩ am ১৬-০৩-২০১৫ হালনাগাদ: ০৭:০৩ am ১৬-০৩-২০১৫
ঢাকা : ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোলের রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিম বাংলা সিআইডি। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি ভারতের সিআইডি পুলিশ ব্যারাকপুর থানায় দায়েরকৃত ফরেনার্স অ্যাক্ট সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইন্টারপোল নয়া দিল্লী বাংলাদেশ পুলিশকে নিশ্চিত করেছে।
রমনা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোল্লা মাসুদকে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।