রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
রবিবার, ২৭শে মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
তিনবার ফাইনাল খেলে দুবার বিজয়ী
প্রকাশ: ০৫:১৮ pm ১৮-১২-২০২২ হালনাগাদ: ০৫:১৮ pm ১৮-১২-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে শিরোপা জিতেছিল ফ্রান্স। বিশ্ব আসরে যা ছিল তাদের দ্বিতীয় শিরোপা। এবারেও কি তারা ট্রফি ঘরে তুলবে?

বিশ্বকাপ ফাইনালে রবিবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

এবার শিরোপা জিতলে ৬০ বছরের মধ্যে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার নজির হবে। এনিয়ে চতুর্থবার বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে ফ্রান্স। আগে তিনবার ফাইনাল খেলে দুইবারই চ্যাম্পিয়ন হয় ইউরোপের দেশটি।

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে দেখে নেওয়া যাক কেমন ছিল আগের ফাইনালগুলোতে ফ্রান্সের পারফরম্যান্স-

১৯৯৮ বিশ্বকাপ (ফ্রান্স-ব্রাজিল)

জিনেদিন জিদানের আলোকাড়া পারফরম্যান্সে শিরোপা জিতে নেয় ফ্রান্স। জয় তুলে নেয় ৩-০ ব্যবধানে। জোড়া গোল করেন জিদান। নিজেদের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি। সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান দলটার কোচ দিদিয়ের দেশম। পরে যিনি কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন।

২০০৬ বিশ্বকাপ (ইতালি-ফ্রান্স)

নানা কারণেই এই ফাইনাল ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। আরও একবার বিশ্বকাপে নায়ক হওয়ার হাতছানি ছিল জিনেদিন জিদানের সামনে। কিন্তু ইতালির মর্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুস দিয়ে লাল কার্ড দেখেন তিনি।

নির্ধারিত সময়ে দুই দলের পক্ষে এই দুজনই গোল করেছিলেন। সমতায় শেষ হওয়া ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও থাকে একই ব্যবধান। টাইব্রেকারে ফ্রান্সকে ৫-৩ গোলে গোলে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতে ইতালি।

২০১৮ বিশ্বকাপ (ফ্রান্স-ক্রোয়েশিয়া)

১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স। যেখানে তাদের সঙ্গী হয় ক্রোয়েশিয়া। পুরো আসরজুড়ে দুর্দান্ত খেলে দলটি। তবে ফাইনালে হেরে যায় ৪-২ গোলে।

 

এইবেলাডটকম/মভশ

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71