প্রায় তিন বছর পর নোয়াখালীর কোম্পানিগঞ্জে নির্বাচনী এলাকায় গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূইয়া থেকে তার বাসভবন পর্যন্ত সড়কপথে ছিলেন লাখো মানুষ। তাদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে গিয়ে প্রথমেই ওবায়দুল কাদের তার বাবা মায়ের কবর জিয়ারত করেন। তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
পরে নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিকেল তিনটায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
অসুস্থতা ও করোনাভাইরাসের কারণে তিনি টানা ৩৩ মাস নিজ এলাকায় যেতে পারেননি। সবশেষ ২০১৯ সালের ১৩ অগাস্ট ঈদুল আজহা উদযাপনে নোয়াখালী গিয়েছিলেন তিনি।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com