ফের আরও একবার জয়ী হওয়ার আনন্দে উৎসবে মাতোয়ারা হলেন বিজেপি কর্মীরা। এবার গ্রাম পঞ্চায়েত উপনির্বাচনে ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতল ত্রিপুরার গেরুয়া শিবির। এছাড়া জেলা পরিষদে ১০০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে বিজেপি। ১৮টি আসনের ১৮টিই দখল করেছে রাজ্যের শাসকদল বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ৩,৩৮৬টি আসনের মধ্যে ৩,২০৭টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে বিজেপি।
ত্রিপুরায় বাম বিদায়ের পর বেশ কয়েকটি জায়গায় ইস্তফা দেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। এছাড়া সদস্যদের মৃত্যুতে কিছু আসন খালি হয়েছিল।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের ৩,০৭৫টি আসনের মধ্যে ১৫৪টি পঞ্চায়েত সমিতি ও ১৮টি জেলা পরিষদ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, ১৩২টি গ্রাম পঞ্চায়েত আসন ও পঞ্চায়েত সমিতির ৭টি আসনে ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।
পুলিশ জানিয়েছে, সোম ও মঙ্গলবার মনোনয়ন পেশ নিয়ে ত্রিপুরায় অন্তত ১২টি জায়গায় সংঘর্ষ হয়। যার জেরে দু’পক্ষের ২৫ জন সমর্থক ছাড়াও ১০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার শুরু থেকেই বিভিন্ন এলাকায় বিরোধীদের বাঁধা, সন্ত্রাস, মনোনয়ন পেশ নিয়ে বাঁধা দেওয়া হয়।
সিপিএম নেতা গৌতম দাসের অভিযোগ, রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। রাজ্যের ৩৫টি ব্লকের মধ্যে ২৮টি ব্লকে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেয়নি শাসকদল বিজেপি।
যদিও বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে ত্রিপুরা বিজেপির মুখপাত্র মৃণালকান্তি দেব দাবি করেছেন, পঞ্চায়েত উপনির্বাচনে প্রার্থী খুঁজে পায়নি বাম ও কংগ্রেস।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|