ময়মনসিংহ প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় আড়াইঘন্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-মেট্রো ট-১৮-৮৪০৫ ও টাংগাইল-ট ০২-০৩৩১ দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটি ট্রাক দুমড়েমুচড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে চালকের কোন পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় পুরো সড়ক বন্ধ হয়ে গেলে ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক দুটোকে সড়কের মাঝখান থেকে সরিয়ে নেওয়া হলে সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এইবেলা ডটকম/রবীন্দ্র নাথ/এসজি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com