দিনাজপুরঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হলদীবাড়ী রেল গেইট সড়কে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা । শনিবার সকাল ৯ টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ।
আহতরা হলেন, হযরত আলী সরদার ও তাঁর ভাতিজা রনি । তারা হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানির ব্যবসা করেন । পার্বতীপুর মডেল থানার ওসি মাহাবুল আলম জানান, আলী সরদার ও রনি হিলি থেকে মোটরসাইকেলে করে সৈয়দপুর ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তারা হলদীবাড়ী রেল গেইটে পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে দুটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে আলী ও রনি পড়ে গেলে ছিনতাইকারীরা তাদের চাপাতি দিয়ে আঘাত করে ৩৩ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা চাপাতি ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ছিনতইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি মাহাবুল।
এইবেলা.কম/এমকে/এসবিএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|