দিনাজপুরের পল্লীতে মাটির দেয়ালে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের স্বপন মিয়া (৩২), তার স্ত্রী ফারজানা বেগম (২৫), তাদের শিশু ছেলে হোসেন (৭) ও হাসিবুর (৫)।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। শনিবার দিবাগত রাতেও মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে রাতের কোনো এক সময় মাটির দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়াল চাপা পড়ে স্বপন, তার স্ত্রী ও দুই সন্তান মারা যায়। সকালে স্থানীয়রা দেয়াল চাপা পড়া অবস্থায় তাদের দেখতে পায়। পরে তারা সেখান থেকে মাটি চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, স্বপন রিকশাভ্যান চালাতো ও ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত। তার বাড়ি নীলফামারী জেলায়। সে ঝাউপাড়া গ্রামে বিয়ে করে শশুর বাড়িতে বসবাস করত।
প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য জেলা প্রাশাসকের পক্ষ থেকে ২০ হাজার ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, কয়েকদিনের প্রবল বর্ষণে মাটির দেয়াল নরম হয়ে পড়ায় দেয়াল ধসে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা চারজনের মৃত্যু হয়।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com