বাংলাদেশে কোভিড১৯ ওমাইক্রনের নতুন ধরণ বিএফ.৭ শনাক্ত হয়েছে।
আজ রবিবার (১ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, চার চীনা নাগরিকের শরীরে ওমিক্রনের নতুন ধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। পরে তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।
কেমন এই উপধরনটি? এবং কতটা শক্তিশালী?
জানা গেছে, এটি ওমিক্রনের বর্তমান ধরন 'বিএ ৫'-এর চেয়ে চারগুণ অধিক ক্ষমতাধর। এটি এক ব্যক্তি থেকে দ্রুত সময়ের মধ্যে ১৮ জনের শরীরে সংক্রমিত হতে পারে। তবে এর উপসর্গ ওমিক্রনের অন্যান্য ধরনের মতোই। সংক্রমণের ভয়াবহতা এখনো জানা যায়নি।
বর্তমানে বাংলাদেশে করোনা সংক্রমণ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কিন্তু এই মাসের শুরু থেকেই চীনে করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গিয়েছে। পাশাপাশি ভারতেও করোনার নতুন ধরন পাওয়ার তথ্য পাওয়া গেছে। এমন অবস্থায় বাংলাদেশেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয় সরকারের স্বাস্থ্য বিভাগ।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com