একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়নপত্র বিক্রি। সকাল দশটায় শুরু হয় এই কার্যক্রম।
রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল থেকে কার্যালয়ের বিভিন্ন তলায় ছয়টি বুথের মাধ্যমে এ ফরম বিক্রি করা হচ্ছে।
নেতাকর্মীদের ভিড়ে বিএনপি কার্যালয়ের ভিতরে ও বাহিরে তিল ধারণের ঠাঁই নেই। ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
১৪ নভেম্বর পর্যন্ত বিতরণ ও জমা নেয়ার কথা থাকলেও তা দুদিন বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়েছে। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। জমার সময় দিতে হবে অফেরৎযোগ্য আরো ২৫ হাজার টাকা।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|