নওগাঁ সদরে প্রেমের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ছবি তোলে। এরপর মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া এমন প্রতারক চক্রের চার নারীসহ আটজন আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে সদরের পার-নওগাঁর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ সদরের ফতেপুর গ্রামের হারুন মন্ডল, পার-নওগাঁর আরিফ হোসেন, নূর ইসলাম নোবেল, মো. আশিক, শান্তা খাতুন, নিপা খাতুন, সন্ধ্যা খাতুন এবং বগুড়া উপজেলার আদমদিঘী রিয়া খাতুন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, সদরের পার-নওগাঁর দক্ষিণপাড়ার এলাকার লোককে প্রেমের ফাঁদে ফেলে এই চক্রের এক নারী। এরপর ওই লোকটিকে ওই বাসায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে ছবি তুলে। এরপর ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়। এরপর ওই লোকটির লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ টাকা দেয়ার জন্যে সাদা পোশাকে গিয়ে সদরের পার-নওগাঁর দক্ষিণপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নওগাঁর বিভিন্ন নারী-পুরুষকে প্রেমের ফাঁদে বিবস্ত্র করে ব্লাকমেইল করে বিভিন্ন ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নি এম/মুরাদ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|