নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে মনির হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার রাতে ফতুল্লার ব্যাংক কলোনী এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত মনির ব্যাংক কলোনী এলাকার নুরুদ্দিন মিল্কির ছেলে বলে জানা গেছে। সে ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করতো।
নিহতের বড় বোন মিনা আক্তার জানান, মনিরের প্রথম স্ত্রী ফারজানা আক্তার নুপুর সরকারি চাকরি পাওয়ার পর তাকে ছেড়ে চলে যায়। এরপর সে পারুলকে দ্বিতীয় বিয়ে করে। পারুলেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্বামী বাবুল। পারুলের এক মেয়ে রয়েছে নাম রিয়া। রিয়ার স্বামী সিফাত প্রায় সময়ই এই বাড়িতে বেড়াতে এসে বলে যেত পারুল মনিরের উপর নির্যাতন করে। মনিরকে যেন পারুলের কাছে আসতে দেওয়া না হয়, তা না হলে তাকে মেরে ফেলবে। এদিকে ইতোমধ্যে বাবুলের কাছে আবার ফিরে যায় পারুল। এরপর থেকেই পারিবারিক লেনদেন নিয়ে পারুল ও মনিরের মধ্যে ঝগড়া শুরু হয়। সিফাত মঙ্গলবার সন্ধ্যায় দোকানে গেলে খবর পায় কে বা কারা মনিরকে টেঁটা মেরেছে। পরে মানুষ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার এসআই দিদারুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|