আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নির্বাচন, নির্বাচন খেলা হবে না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।
মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজারে নির্মাণাধীন ৮ লেনের সেতু পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। রাষ্ট্রপতি কোনো বিশেষ দলের স্বার্থে এটা করবেন না, তিনি সবাইকে নিয়েই একটি সার্চ কমিটি গঠন করবেন এবং একটি নির্বাচন কমিশন গঠন করবেন।’
এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, আমরা প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে। কিন্তু, আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করা হয়, জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থায় আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে এবং সমুচিত জবাব দেবে।’
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com