মহাত্মা গান্ধীর স্বাক্ষর করা একটি বিরল চিঠি নিলাম হল প্রায় ১৩ লক্ষ টাকায়৷ আমেরিকায় এই চিঠির নিলাম সম্পূর্ণ হয় ১৩ জুন৷
পোস্ট কার্ডটি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ধর্মতাত্ত্বিক, সমাজ সংস্কারক শ্রীমতি অ্যানি বেসান্তকে উদ্দেশ্য করে লেখা৷ চিঠিতে “M. K. Gandhi” সই রয়েছে গান্ধীজির৷ এতে গান্ধীজির ছেলে দেবদাস গান্ধীর ভ্রমণের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা রয়েছে৷
চিঠিতে লেখা, তোমার চিঠির জন্য ধন্যবাদ জানাই তোমাকে৷ আমার পুত্র আজই বেরিয়ে যাচ্ছে৷ তাঁর ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তা করো না৷ …জমনাদাস তোমার পাঠানো খদ্দরের তোয়ালে আমাকে দিয়েছে৷ এটা আমার কাছে সম্পদ, …৷ এমনই আরও অনেক কিছু লেখা রয়েছে এই চিঠিতে৷
এর আগে মার্চে মহাত্মা গান্ধীর একটি ছবির নিলামে দাম ওঠে প্রায় ২৭ লক্ষ টাকা, যেখানে দেখা যায় গান্ধীজি হাঁটছেন শিক্ষাবিদ মদনমোহন মালব্যর সঙ্গে। ছবিতে ফাউন্টেন পেন দিয়ে ‘এম কে গান্ধী’-র নাম সইও করা রয়েছে। জানা যায়, এই ছবিটি তোলা হয়েছিল ১৯৩১ সালের সেপ্টেম্বরে লন্ডনে ভারতের গোল টেবিল বৈঠকের সময়। ১৯৩০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত লন্ডনে এই বৈঠক চলে। সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মদনমোহন মালব্য।
এই নিলামে শুধু গান্ধীজির ছবিই নয় কার্ল মাক্সের চিঠি, ১৯০৩ সালে লিও টলস্টয়ের লেখা চিঠিও অনেক টাকায় বিক্রি হয়। এছাড়া, যিশু খ্রিস্টের প্রশংসা করে লেখা মহাত্মা গান্ধীর একটি ঐতিহাসিক চিঠি ৪১ লাখ টাকায় বিক্রি হবে বলেও জানা গিয়েছিল মার্চেই৷
বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|