নীলফামারীতে নটখানা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. হারুন অর রশীদ (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পুলিশ সদস্য হারুন অর রশীদের বাড়ি পঞ্চগড় জেলার হাড়িভাষা গ্রামে। তিনি ডিমলা থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে ডিমলা থেকে নীলফামারী জেলা শহরে আদালতে আসছিলেন হারুন অর রশীদ। এসময় বিপরীতমুখী তেলবাহী একটি ট্যাংক লরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে নিহত হন।
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্যাংক লড়ি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|