নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জের ইউপি নির্বাচনী সহিংশতায় ইউনিয়ন অফিস ভাংচুর করেছে বিএনপি সমর্থিত লোকজন। শনিবার রাতে উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এসময় একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, তেতুলিয়া ইউনিয়নের বিএনপি মনোনিত প্রার্থী আবুল কালাম-এর সমর্থকরা শনিবার রাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে তেতুলিয়া ইউনিয়ন অফিস ভাংচুর করে। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী মোরাদের মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং বেশ কয়েকটি বাড়িয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড গুলিবর্ষন করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এইবেলাডটকম/দেবল চন্দ্র দাস/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com