নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা মদন উপজেলার জয়পাশা গ্রামে আজ রোববার সকালে বজ্রপাতে নিয়ামত উল্লাহ(৩৫) নামে একজনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে। মৃতের বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার আশুগঞ্জে।
আহতরা হচ্ছেন- আশুগঞ্জের আনিছ মিয়া (৩২), জামাল উদ্দিন(৩২), এখলাছ উদ্দিন(৩৫), শাহীন মিয়া(২৮) ও মদনের তিয়শ্রী ইউনিয়নের বৈঠাখালী গ্রামের সরল মিয়া(২৪)। সকলেই মদনের জয়পাশা গ্রামে ইটখলায় শ্রমিকের কাজ করতেন।
জানা গেছে, নেত্রকোনার মদনের জয়পাশা গ্রামে ইটখলায় কাজ করার সময় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। ওই ইটখলায় কাজ করার সময় নিয়ামত উল্লাহ, আনিছ মিয়া, জামাল উদ্দিন, এখলাছ উদ্দিন, শাহীন মিয়া ও সরল মিয়া আহত হন। তাদেরকে মদন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। বাকীদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বজ্রপাতে মৃত্যু ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এইবেলাডটকম/দেবল/এএস
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com