নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে লড়ি ও অটোরিকসার মুখামুখি সংঘর্ষে ২ জন নিহত আর ২ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা-দূর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) এবং কলমাকন্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লুকমান ভূইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দার নাজিরপুর বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা কলমাকান্দা সদরে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর ভর্তি লড়ি অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন মরা যায়। আর দুই জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপর দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর লড়িটি ঘটনাস্থলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়। লড়ির মালিক কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মৃত-আয়নল হকের ছেলে মো. জাকির হোসেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com