নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় হেগের সবুজ ও সুবিশাল জাউদার পার্কে শহীদ মিনারের জন্য একটি স্থান বরাদ্দ করে নগর কর্তৃপক্ষ গতকাল (১১ অক্টোবর) দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। এর ফলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নেদারল্যান্ডসে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে।
দ্য হেগ নগর কর্তৃপক্ষের সম্মতিপত্রসহ নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও দূতাবাসের কর্মকর্তারা
শান্তি ও সুবিচারের শহর হিসেবে পরিচিত দ্য হেগে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য বাংলাদেশ দূতাবাস নগর কর্তৃপক্ষের কাছে দুই বছর আগে আবেদন করে। পরবর্তীতে দূতাবাস নগর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে।
এ ছাড়া মাতৃভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের মর্মবাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিগত বছরগুলোতে হেগে আন্তর্জাতিক পরিসরে মাতৃভাষা দিবস পালন একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবিকে জোরালো করে। এর প্রেক্ষিতে দ্য হেগের মেয়রের নেতৃত্বে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি সর্বসম্মতিক্রমে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রস্তাব অনুমোদন করে। এখন পরিবেশগত নিয়মাবলি পালন সাপেক্ষে শহীদ মিনারটি নির্মাণ করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবেদনকে সর্বজনীন করার ক্ষেত্রে দ্য হেগের মতো একটি শহরে শহীদ মিনার নির্মিত হলে তা বিশ্বের অন্যান্য শহর, যারা ঐক্য ও বৈচিত্র্যকে সমর্থন করে তাদের জন্যও হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
ভিএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|