বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছে বখাটেরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণে সহযোগিতা করায় ২জনকে আটক করেছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুপুর গ্রামের দীজেন জয়ধরের ছেলে দীপক জয়ধর দীর্ঘদিন ধরে বাড়িতে বসে মাদক ও নারী ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় শনিবার রাতে বাড়ির পাশের এক স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে আসলে ওঁৎ পেতে থাকা দীপক ও তার স্ত্রী কচি জয়ধর জোরপূর্বক তাকে ধরে নিয়ে আসে। পরে দীপকের ঘরে নিয়ে ওই স্কুল ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই এলাকার যুধিষ্ঠির শীলের ছেলে তাপস শীলের সহযোগিতায় তার অজ্ঞাতনামা বন্ধুরা ওই ছাত্রীকে ধর্ষণ করে।
বাড়ির লোকজন টের পেলে তাপস ও তার বন্ধুরা পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে এএসআই মিন্টু লাল হীরা রাতেই ধর্ষিতাকে উদ্ধারসহ ধর্ষণে সহযোগিতা করার জন্য দীপক ও তার স্ত্রী কচি জয়ধরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান।
এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|