নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ওই পলাতক আসামির নাম মোঃ আরিফুল বিশ্বাস (আরিফ)। সে নড়াইল পৌরসভাধীন ভওয়খালী গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই আনিচ, মনিরসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযান চলাকালে ভওয়াখালী এলাকা থেকে পলাতক আসামি মোঃ আরিফুল বিশ্বাস (আরিফ) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৯১ পিচ ইয়াবাও উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। আরিফকে গ্রেফতারের পর নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নড়াইল জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ৯১ পিচ ইয়াবাসহ এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। পরবর্তীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
নি এম/উজ্জ্বল
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|