সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ
 
 
পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ১ লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশু পাবে ভিটামিন 'এ'
প্রকাশ: ০৯:০৫ pm ২৩-০৯-২০২০ হালনাগাদ: ০৯:০৫ pm ২৩-০৯-২০২০
 
পঞ্চগড় প্রতিনিধি:
 
 
 
 


পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এবার ১ লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই ধাপে এক হাজার ৭৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৮৯০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জনকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অবহিত করণ সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ফজলুর রহমান।

সিভিল সার্জন আরো জানান, দেড় লাখ শিশুর মধ্যে সদর উপজেলায় ৩২ হাজার ৭৬৭ জন, আটোয়ারী উপজেলায় ১৭ হাজার ৯৮৬ জন, বোদা উপজেলায় ৩৬ হাজার ৬০০ জন, তেঁতুলিয়া উপজেলায় ২০ হাজার ৮২০ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৬ হাজার ৩০০ জন।

সভায় উপস্থিত ছিলেন, জেলা ইপিআই কর্মকর্তা হাসিনুর রহমান শাহ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক কামরুজ্জামান টুটুল, রফিকুল ইসলাম, আবু তোয়ালেব, বাবুল হোসাইন, রাশেদুজ্জামান প্রমূখ।

নি এম/নিতিশ 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71